প্রতিবছরের মত এবছরও অ্যাপল তাদের নতুন আইফোন লাইনআপ নিয়ে এলো। গতকাল (১০ সেপ্টেম্বর) স্টিভ জবস্ সেন্টারে ফোন গুলাে ঘোষনা করা হয় ।
এবার অ্যাপল মোবাইল ফটোগ্রাফি তথা ক্যামেরার উপর সর্বচ্চো গুরুত্ব দিয়েছে। অ্যাপল তাদের নতুন আইফোনে কি কি ফিচার নিয়ে এসেছে তা জানাবো আজ আপনাদের।
আইফোন এলিভেন প্রো ম্যাক্স অ্যাপলের তৈরি করা সবচেয়ে বড় মোবাইল ফোন। এতে ব্যাবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির কোয়াড এইচডি রেজুলুশনের ওএলইডি (OLED) সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে। এর কন্ট্রাস্ট রেশিও ২০০০০০০:১।
আইফোন এলিভেন প্রো ম্যাক্স-এ ব্যাবহার করা হয়েছে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি অ্যাপলের নিজস্ব এ থার্টিন (A13) বায়োনিক চিপসেট। অ্যাপল কোথাও র্যামের কথা উল্লেখ করেনি, তবে ধারনা করা হচ্ছে এতে ৪ জিবি র্যাম রয়েছে। স্টোরেজ হিসেবে আইফোন এলিভেন প্রো ম্যাক্স-এ থাকছে ৬৪, ২৫৬ এবং ৫১২ জিবির ৩টি অপশন।
এবার চলে আসি অ্যাপলের এবারের আইফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার ক্যামেরাতে। আইফোন এলিভেন প্রো ম্যাক্স-এ ব্যাবহার করা হয়েছে ৩টি ক্যামেরা।
গুগলের মতই অ্যাপল এবার নাইট মুড নিয়ে এসেছে তাদের ক্যামেরায়। তাছাড়া ৩টি ক্যামেরা একসাথে ব্যাবহার করে ছবি তোলার সুবিদাও নিয়ে এসেছে।
ফ্রন্ট ক্যামেরার থাকছে ১২ মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা।
অ্যাপল দাবি করছে তাদের নতুন আইফোন এলিভেন প্রো ম্যাক্স গতবছরের আইফোন টেন এস ম্যাক্স ( iPhone 10s Max ) এর তুলনায় ৫ ঘন্টা বেশি ব্যাটারি লাইফ থাকবে, তবে ব্যাটারির সাইজ তারা জানায়নি। আর এবার অ্যাপল প্রথমবারের মত আইফোন এলিভেন প্রো সিরিজের বক্সে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে।
অ্যাপল ঘোষনা করেছে এখন থেকে তাদের এবছরের যেকোন ইলেট্রনিক্স ডিভাইস কিনলেই অ্যাপলের স্ট্রিমিং সার্ভিস অ্যাপল টিভি প্লাস ( Apple TV + ) এর সম্পূর্ন ১ বছরের সাব্সক্রিপশন ফ্রি থাকবে।
আইফোন এলিভেন প্রো ম্যাক্স-এর সম্পূর্ন স্পেসিফিকেশন ও রিভিও জানতে এখানে ক্লিক করুন।
অ্যাপলের আইফোন এলিভেন এবং আইফোন এলিভেন প্রো ম্যাক্স-এর মাঝে শুধু একটাই পার্থক্য! আইফোন এলিভেন প্রো-তে ৫.৮ ইঞ্চির স্ক্রিন ব্যাবহার করা হয়েছে। আর বাকি সবকিছু প্রায় একই রকম।
আইফোন এলিভেন প্রো-এর স্পেসিফিকেশন দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন।
আইফোন এলিভেন অ্যাপলের আইফোন এক্স আর ( iPhone XR ) এর সাকসেসর। বিক্রিতে ফার্স্ট হলেও এবারও অ্যাপল আইফোন এলিভেন-এ ফুল এইচডি ডিসপ্লে দিতে ব্যার্থ হয়েছে। তবে এবার অ্যাপল দাম কিছুটা কমিয়েছে। আইফোন এলিভেন ৬৯৯ ডলার (~৭০০০০ টাকা ) থেকে শুরু হচ্ছে।
এর পেছনে থাকছে দুটি ক্যামেরা।
আর সামনে থাকছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতেও থাকছে অ্যাপলের নিজস্ব A13 প্রসেসর। অ্যাপল দাবি করছে গতবছরের আইফোন এক্স আর-এর তুলনায় এতে ৪ ঘন্টা বেশি ব্যাটারি লাইফ থাকবে।
অ্যাপলের আইফোন বাংলাদেশে অক্টোবর থেকে পাওয়া যাবে।
Remember to keep comments respectful and to follow our Comment Guidelines. Posting other websites link is Strongly Prohibited.