অ্যাপল নিয়ে এলো ফাইভ জি প্রযুক্তি সম্পন্ন নতুন আইফোন ১২ সিরিজ

বিশ্বের সবচেয়ে ধনী প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন আইফোন বাজারে নিয়ে এলো। এবছর প্রথা ভেঙ্গে অ্যাপল ৩টির পরিবর্তে ৪টি মোবাইলফোন বাজারে এনেছে।


এবছরের মডেল গুলো হল:


এবার অ্যাপলের প্রধান ফোকাস স্পিড। তারা পঞ্চম প্রজন্মের প্রযুক্তিতে ফোকাস করেছে। যা ব্যাবহারকারীদের দিবে দ্রুত ইন্টারনেট সেবা। এছাড়াও অ্যাপল প্রথমবারের মত নিয়ে এসেছে ম্যাগসেফ চার্জ, যা অয়্যারলেস চার্জকে আরো সমৃদ্ধ করবে

এবার প্রতিটি আইফোন মডেলেই ও.এল.ই.ডি ডিসপ্লে ব্যাবহার করেছে অ্যাপল। যা ব্যাবহারকারীদের স্ক্রিন এক্সপেরিয়েন্স সমৃদ্ধ করবে।
আজ (১৩ অক্টোবর, ২০২০) অ্যাপল অনলাইন ইভেন্টের মাধ্যমে ফোন গুলো উন্মুক্ত করে।
দেখে নেয়া যাক, কোন আইফোনে কি কি ফিচার থাকছে।

আইফোন ১২ মিনি

এবছরের সবচেয়ে ছোট আইফোন হল আইফোন ১২ মিনি।
এইফোনে সবচেয়ে ছোট ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। মাত্র ৫.৪ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে।
এর পেছনে থাকছে ২টি ক্যামেরা।
১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি থাকছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা।
ফোনটি আইপি ৬৮ পানি ও ধুলাবালি প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এতে থাকছে অ্যাপলের শক্তিশালী A14 বায়োনিক প্রসেসর, যা বর্তমান সময়ের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন প্রসেসর।
আইফোন ১২ মিনি এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে দাম দেখতে এখানে ক্লিক করুন।

আইফোন ১২ মিনি

আইফোন ১২

আইফোন মিনির সাথে আইফোন ১২ এর স্পেসিফিকেশন প্রায় হুবুহু মিল। কিন্তু এই ফোনটিতে ব্যাবহার করা হয়েছে ৬.১ ইঞ্চির ফুল এইচডি ও.এল.ই.ডি ডিসপ্লে যা ১২০০নিটস্ পর্যন্ত উজ্জল হতে পারে।
আইফোন ১২-এর বাংলাদেশে দাম এবং স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।

আইফোন ১২ ও ১২ মিনি উভয়েই ডলবি ভিশন এইচডিআর ভিডিও ৩০ ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করতে পারে।

এখন আশা যাক আইফোন ১২এর “প্রো” ভ্যারিয়েন্ট সমূহে।

আইফোন ১২ প্রো

অ্যাপলের আইফোন ১২তে থাকছে ৬.১ ইঞ্চির কোয়াড এইচডি রেজুলুশনের ডিসপ্লে। এটি আইপি ৬৮ পানি, ধুলাবালি প্রতিরোধী এবং এতে ব্যাবহার করা হয়েছে সিরামিক শিল্ড ডিসপ্লে যা ৪গুন বেশি ভাঙ্গন প্রতিরোধী।
এর পেছনে থাকছে ১২মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা ও একটি লাইডার সেন্সর। এটি এইচডিআর ভিডিও ৬০ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করতে সক্ষম। এর সামনে থাকছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আইফোন ১২ প্রো এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে দাম জানতে এখানে ক্লিক করুন

এবার আসাযাক সবচেয়ে বড় আইফোনে

আইফোন ১২ প্রো ম্যাক্স

এটি ৬.৭ইঞ্চির সবচেয়ে বড় আইফোন। এতে আইফোন ১২ প্রো-এর সকল সুবিধা থাকছে তবে ব্যতিক্রম হল এই ফোনটিতে অ্যাপল সর্বপ্রথম সেন্সর শিফটিং ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি নিয়ে এসেছে যা পূর্বে শুধু ডিএসএলআর জাতীয় ক্যামেরাতে দেখা যেত।
আইফোন ১২ প্রো ম্যাক্স এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে দাম জানতে এখানে ক্লিক করুন

আইফোন ১২ সিরিজ সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।
নিয়মিত প্রযুক্তি দুনিয়ার সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন।


Write Your Comment/Opinion About This Article

Remember to keep comments respectful and to follow our Comment Guidelines. Posting other websites link is Strongly Prohibited.