দেখতে দেখতে বিভিন্ন দেশে 5G চলে এলো! আমাদের দেশেও ২০২০-২০২১এর ভেতর ফাইভ জি চলে আসবে। কিন্তু পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্কে এমন কি আছে যা ৪র্থ প্রজন্মের নেটওয়ার্কে সম্ভব নয়?
আজকে আপনাদের 5G সম্পর্কে এমন ৫টি তথ্য জানাবো যা 4Gতে সম্ভব ছিলনা।
হোলোগ্রাফিক কল মানে হল ফোনে কথা বলার সময় যে ব্যাক্তির সাথে আপনি কথা বলছেন তার প্রতিবিম্ব আপনার সামনেই থাকবে! আপনি আপনার সামনে দাড়িয়ে থাকা মানুষের মতই তার সাথে কথা বলবেন। ভোডাফোন 5G দিয়ে এই প্রযুক্তিটি অলরেডি প্রদর্শন করেছে। এই জায়গায় আরো অনেক প্রযুক্তি সংযুক্ত করে এমন একটি ব্যাবস্থা তৈরি করা সম্ভব যেটাতে আপনি যে ব্যাক্তির সাথে কথা বলছেন ভার্চুয়ালি আপনারা একই রুমের ভেতর পাশাপাশি বসে কথা বলতে পারবেন!
আমরা আমাদের ফোনে অনেকসময় বড় সাইজের ফাইল ডাউনলোড করি। মুভি বা গেম ডাউনলোড করতে অনেক সময় চলে যায়। 5Gতে ডাউনলোড স্পিডের উপর অনেক গুরুত্ব দেয়া হয়েছে। ১জিবি গেম আপনি ১০/১৫ সেকেন্ডে ডাউনলোড করতে পারবেন। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে সময় আরো কম লাগবে বলে ধারনা করা হচ্ছে।
ধরুন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা চলছে। সেই খেলাটা বাংলাদেশে বসে ইংল্যান্ডের মাঠের প্রথম সারির সিটে বসে দেখার অভিজ্ঞতা কেমন হবে?
5G উচ্চগতির ডাটা প্রবাহ দিয়ে এই কাজটি কোন সমস্যা ছাড়াই করা যাবে।
আর যারা VRএ গেম খেলতে পছন্দ করেন তাদের গেমিং এক্সপেরিয়েন্সকে সম্পূর্ন নতুন উচ্চতায় নিয়ে যাবে 5G.
অগমেন্টেড রিয়েলিটি অনেকটা হোলোগ্রাফিক কলের মতই। আপনার চারপাশের জিনিস অগমেন্টেড রিয়েলিটি দিয়ে পরিবর্তিত হবে। গত কিছু বছর ধরে অগমেন্টেড রিয়েলিটি নিয়ে অনেক কাজ হচ্ছে কিন্তু ডাটার গতির জন্য এর পূর্ন সুবিদা কেউ আদায় করে নিতে পারেনি। 5Gর উচ্চগতির ডাটা দিয়ে তাই অগমেন্টেড রিয়েলিটি নতুন উচ্চতায় চলে যাবে। ভবিষ্যতে আপনি যখন বিলবোর্ডের দিকে তাকাবেন তখন হয়ত আপনার জন্য পার্সোনালাইজড্ বিজ্ঞাপন দেখতে পারবেন।
প্রযুক্তি দুনিয়ায় বর্তমানে ইন্টারনেট অফ থিংস বা IoT অনেক আলোচিত একটি শব্দ। আমরা বর্তমানে স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ, স্মার্ট লাইট ইত্যাদি দেখে থাকতে পারি। তবে IoT শুধু এখানেই সীমাবদ্ধ থাকছে না। ঘরের প্রতিটি ইলেট্রিক পন্যকে স্মার্ট করার যে কার্যক্রম শুরু হয়েছে তাতে পন্য গুলোকে আপনার জীবনের সাথে সংযুক্ত করতে প্রয়োজন 5G. এটাতো গেলো ঘরের কথা, 5G দিয়ে গোটা শহরকেই স্মার্ট করার কার্যক্রম শুরু হয়েছে। গুগল এমন একটি স্মার্ট শহর তৈরি নিয়ে কাজ করছে। আরেকটি ব্লগে আপনাদের সে ব্যাপারে জানাবো।
5G প্রযুক্তি সমৃদ্ধ মোবাইল ফোনগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
Remember to keep comments respectful and to follow our Comment Guidelines. Posting other websites link is Strongly Prohibited.