গুগল ছাড়াই ফ্ল্যাগশিপ মোবাইল আনলো হুয়াওয়ে

যুক্তরাষ্ট্রের সাথে চীনের বানিজ্যিক অস্থিরতার মধ্যেই হুয়াওয়ে তাদের সবচেয়ে আকর্ষনীয় ফ্ল্যাগশিপ হুয়াওয়ে মেট থার্টি সিরিজ উন্মোচন করলো। গতকাল (১৯ সেপ্টেম্বর) জার্মানির মিউনিখে মোবাইল ফোনগুলো ঘোষণা করা হয়।


বছরের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ ফোন হবার জন্য প্রয়োজনীয় সব ফিচার নিয়ে এলেও এতে দেখা যায়নি গুগলের সার্ভিস অ্যাপস্ যেমন গুগল ম্যাপস্, গুগল ক্রোম ইত্যাদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এতে দেখা যায়নি গুগল প্লেস্টোর। ইন্টারনেট ব্রাউজিংএর জন্য প্রাথমিকভাবে আপনাকে ব্যাবহার করতে হবে হুয়াওয়ে ব্রাউজার, আর প্লেস্টোরের বিকল্প হিসাবে হুয়াওয়ে নিয়ে এসেছে হুয়াওয়ে অ্যাপ গ্যালারী, যেখানে প্রায় ৪৫০০০ অ্যাপ রয়েছে, অন্যদিকে গুগল প্লেস্টোরে প্রায় ২৭০০০০০০ অ্যাপ রয়েছে। তবে হুয়াওয়ে দাবি করছে তারা হুয়াওয়ে অ্যাপ গ্যালারির জন্য প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এবং এটিকে তারা প্লেস্টোরের বিকল্প হিসাবে দাড় করাতে পারবে।

Huawei Mate 30 Pro Series

এদিকে হুয়াওয়ে মেট থার্টি সিরিজে ব্যাবহার করা হয়েছে ওপেন সোর্স এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড টেন পরিচালিত এই সিস্টেমে হুয়াওয়ের ইএমইউআই টেন ব্যাবহার করেছে হুয়াওয়ে। তবে সরাসরি গুগল থেকে লাইসেন্স প্রাপ্ত না হওয়ায় হুয়াওয়ে মেট থার্টি সিরিজ তখনই সিকিউরিটি আপডেট পাবে যখন ওপেন সোর্স অ্যান্ড্রয়েড আপডেট হবে।


বছরের অন্যতম আকর্ষনীয় ফ্ল্যাগশিপ হওয়ায় হুয়াওয়ে মেট থার্টি সিরিজ থেকে সবার অনেক আশা ছিলো, কিন্তু গুগলের সার্ভিস না থাকায় সেটা অনেকটা ঝিমিয়ে পড়েছে। হুয়াওয়েরর বৈশ্বিক ফোন বিক্রিতেও এর দারুন প্রভাব পড়েছে। বিক্রির সংখ্যা কমে যাওয়ায় তারা আবারো অ্যাপলেরও পেছনে পড়ে যেতে পারে বলে বিশ্লেষকরা ধারনা করছেন। আমেরিকার সাথে চায়নার এই দন্দ না চললে এ মুহূর্তে হুয়াওয়ের মেট থার্টি সিরিজ অ্যাপলের আইফোন এলিভেন প্রো, স্যামসাং-এর গ্যালাক্সি নোট টেন প্লাস-এর সাথে প্রতিযোগিতা করতো।
গুগলের সার্ভিস ছাড়া হুয়াওয়ে কিভাবে সমানের দিনগুলো অতিবাহিত করবে তাই এখন দেখার বিষয়।
হুয়াওয়ে মেট থার্টি প্রো ফাইভজি এর সম্পূর্ন স্পেসিফিকেশন ও বাংলাদেশে সম্ভাব্য দাম জানতে এখানে ক্লিক করুন।


Write Your Comment/Opinion About This Article

Remember to keep comments respectful and to follow our Comment Guidelines. Posting other websites link is Strongly Prohibited.