স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি-এর বড় একটি সাফল্যের পর স্যামসাং এবার নিয়ে আসলো গ্যালাক্সি এ ফিফটি এস। গতকাল (২২ আগস্ট) স্যামসাং ফোনটি ঘোষনা করে।
স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি এস ফোনটিতে ব্যাবহার করা হয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার এমোলেড ডিসপ্লে। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস থ্রি। পূর্বের গ্যালাক্সি এ ফিফটির মতই এতে থাকছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট স্ক্যানার।
স্যামসাং এ ফিফটি এস মোবাইলটিতে এবার ক্যামেরার উপর বেশ গুরুত্ব দিয়েছে। এর পেছনে থাকছে ৩টি ক্যামেরা। এবার এই মোবাইলটিতে যুক্ত করা হয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা, এছাড়াও ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, আর ভালো পোট্রেট ছবি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেনসিং ক্যামেরা।
সেলফি তোলার জন্য এবার এতে সংযুক্ত করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
স্যামসাং দাবি করছে গতবারের তুলনায় এবার এর পারফর্মেন্স উন্নত করা হয়েছে। এতে ব্যাবহার করা হয়েছে স্যামসাংএর নিজস্ব এক্সিনোস ৭ সিরিজের ৯৬১০ প্রসেসর। গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য থাকছে মালি জি-৭২-এম পি থ্রি জি পি ইউ। ৪ জিবি ও ৬ জিবি দুটি র্যামের অপশন থাকছে এতে।
স্যামসাং গ্যালাক্সি ‘এ ফিফটি এস’-এর সম্পূর্ন স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন ???
Remember to keep comments respectful and to follow our Comment Guidelines. Posting other websites link is Strongly Prohibited.