স্যামসাং আগেই ঘোষনা দিয়েছিল তাদের ২য় ফোল্ডিং ফোন খুব শিঘ্রই আসবে। সেই ফোল্ডিং ফোন আজ (২/১২/২০২০) Samsung Unpacked ইভেন্টে সবার জন্য উন্মুক্ত হলো। স্যামসাং নতুন এই ফোল্ডিং ফোনের নাম রেখেছে গ্যালাক্সি জেড ফ্লিপ।
Samsung Unpacked ইভেন্টে স্যামসাং এছাড়াও উন্মুক্ত করেছে এস টুয়েন্টি সিরিজের নতুন তিনটি ফ্ল্যাগশিপ মোবাইল ফোন:
তবে অনুষ্ঠানে ব্যাপক সাড়া ফেলেছে স্যামসাং-এর গ্যালাক্সি জেড ফ্লিপ ফোল্ডিং ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ নিয়ে বিস্তারিত জানাবো এই নিবন্ধে:
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ মোবাইল ফোনটিতে স্যামসাং ব্যাবহার করেছে ৬.৭ ইঞ্চির ডাইনামিক এমোলেড ফুল এইচডি (Full HD+) রেজুলুশনের ডিসপ্লে। এছাড়াও এতে ১.১ ইঞ্চির সুপার এমোলেড একটি কভার ডিসপ্লে রয়েছে যা ফোন বন্ধ অবস্থায় নোটিফিকেশন দেখতে সাহাজ্য করবে।
গ্যালাক্সি জেড ফ্লিপ ফোনটিতে ১০মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পাশাপাশি পেছনে থাকছে ২টি ক্যামেরা:
এটিতে ফোর কে (4K) ভিডিও রেকর্ড করা যাবে এবং ৯৬০ ফ্রেম পার সেকেন্ডে স্লোমোশন ভিডিও রেকর্ড করা যাবে। এতে থাকছে ৩৩০০ মিলি আম্পিয়ার ব্যাটারি। এটি ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। এতে এক্সিনোস ৯৮০ প্রসেসর ব্যাবহার করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোনটিতর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকছে। ৩টি কালারে ফোনটি পাওয়া যাবে :
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ এর সম্পূর্ন স্পেসিফিকেশন, দাম ও রিভিউ জানতে এই লিংকে ক্লিক করুন।
Remember to keep comments respectful and to follow our Comment Guidelines. Posting other websites link is Strongly Prohibited.