নোকিয়া চাঁদে 4G নেটওয়ার্ক তৈরি করবে

ফাইভ জি প্রযুক্তি নিয়ে বর্তমানে পৃথিবীতে হৈ চৈ চললেও, এদিকে নোকিয়া পৃথিবীর বাইরে চাঁদের মাটিতে 4G নেটওয়ার্ক তৈরির কাজ পেয়েছে।
মার্কিন মহাকাশ বিষয়ক সংস্থা নাসা-এর অর্থায়নে চাঁদের মাটিতে 4G নেটওয়ার্ক তৈরি করবে নোকিয়া।

নাসা ২০২৮সালের মধ্যে চাঁদের মাটিতে স্থায়ী “লুনার বেজ” তৈরি করতে চায়, যেটাতে নভোচারীগন দীর্ঘদিন থাকতে পারবেন এবং গবেষণা করতে পারবেন। নাসা এই “লুনার বেজ” প্রজেক্টে প্রায় ৩৮০মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। অন্যান্য টেকনোলজির পাশাপাশি 4G এই প্রজেক্টের অন্যতম অংশ। এই অংশে নাসার বরাদ্দ ১৪.১মিলিয়ন মার্কিন ডলার, যা নোকিয়ার বেল ল্যাব বাস্তবায়ন করবে।

নাসা দাবি করছে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক টেকনোলজি বর্তমান রেডিও ফ্রিকুয়েন্সি নির্ভর সিস্টেম থেকে অনেক বেশি নির্ভরযোগ্য এবং এর মাধ্যমে অধিক দূরত্বে ডাটা পাঠানো সম্ভব। ভবিষ্যতে নাসা এই 4G প্রযুক্তিকে 5G প্রযুক্তিতে রুপান্তরিত করবে।

নোকিয়ার বেল ল্যাব কতৃপক্ষ বলছে নভোচারীগন ডাটা ট্রান্সমিশন, চাঁদের মাটিতে রোবট নিয়ন্ত্রন, স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এবং হাই কোয়ালিটি ভিডিও স্ট্রিম করার সুযোগ তৈরি করবে

চাঁদের মাটিতে 4G নেটওয়ার্ক আপাতত আমাদের জীবনে কোন প্রভাব না ফেলবে না। কিন্তু কমার্শিয়াল মহাকাশ ভ্রমন দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে, ইলন মাস্কের স্পেসএক্স, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্লু অরিজিন এবং রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাক্টিক মহাকাশ ভ্রমনকে মানুষের হাতের নাগালে আনতে কাজ করে যাচ্ছে। তাই ভবিষ্যতের চন্দ্রচারী পর্যটকরা হয়তো নোকিয়ার 4G নেটওয়ার্ক ব্যাবহার করে ভ্রমন অভিজ্ঞতা আমাদের সাথে সরাসরি শেয়ার করবেন।


Write Your Comment/Opinion About This Article

Remember to keep comments respectful and to follow our Comment Guidelines. Posting other websites link is Strongly Prohibited.