বর্তমান সময়ের জনপ্রিয় ব্রান্ড শাওমি এবার নিয়ে এলো রেডমি নোট এইট প্রো। গত আগস্টে চায়নায় ফোনটি উন্মোচন করার পর এটি এখন অন্যান্য দেশ সমূহে উন্মোচনের অপেক্ষায় রয়েছে।
শাওমি তাদের রেডমি নোট এইট প্রো ( Xiaomi Redmi Note 8 Pro ) ফোনটিতে ডিজাইন থেকে শুরু করে প্রসেসর, স্টোরেজ ক্যামেরা সবকিছুতে নতুনত্বের ছোয়া দিতে চেষ্টা করেছে।
ডিসপ্লে:
শাওমি রেডমি নোট এইট প্রো মোবাইলটিতে ব্যাবহার করেছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে ওয়াটার ড্রপ নচ।
ক্যামেরা:
রেডমি নোট এইট প্রো মোবাইলটিতে শাওমি প্রথমবারের মত ব্যাবহার করেছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, এর পাশাপাশি থাকছে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা।
পারফরমেন্স:
শাওমি দীর্ঘদিন পর মিডিয়াটেক প্রসেসরে ফিরে এসেছে। এই ফোনটিতে শাওমি গেমিং এর উপর গুরুত্ব দিয়েছে। শাওমি রেডমি নোট এইট প্রো-তে ব্যাবহার করেছে ১০ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি মিডিয়াটেক হেলিও জি ৯০টি গেমিং প্রসেসর। গ্রাফিক্স প্রসেসিংএর জন্য থাকছে মালি জি ৭৬ জিপিইউ। রেডমি নোট এইট প্রো-তে থাকছে ৬ জিবি ও ৮ জিবি র্যামের অপশন সাথে ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ অপশন।
ডিউরেবিলিটি:
শাওমি রেডমি নোট এইট প্রোতে সামনে ও পেছনে ব্যাবহার করেছে কর্নিং গোরিলা গ্লাস ৫। এছাড়াও ফোনটি আইপি ফিফটি টু (IP 52) পানির ঝাপটা প্রতিরোধী হিসেবে বানানো হয়েছে।
Remember to keep comments respectful and to follow our Comment Guidelines. Posting other websites link is Strongly Prohibited.